খড়িবাড়ি, ২১ জুনঃ ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে পালিত হল বিশ্ব যোগ দিবস।
শুক্রবার সকালে পানিট্যাঙ্কি সীমান্তের মেচী নদীর ব্রিজে যোগ দিবস পালন করা হয়।এদিন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিক ও জওয়ানরা এবং নেপালের আর্মি জওয়ানরা যোগ দিবসে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় মানুষেরাও অংশগ্রহণ করেন।এদিন দুই দেশের জওয়ানদের মিলিত এই কর্মসূচির মাধ্যমে একে অপরের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপিত হয়।
শরীরকে সুস্থ রেখে মানসিকভাবে উন্নত হতে যোগব্যয়াম খুবই উপকারী বলে জানান এসএসবি ডিআইজি রাধা ঠাকুর।