‘সীমান্তে অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর বিএসএফ’- আইজি সুনীল কুমার

শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ ভারত-বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর সীমান্তরক্ষী বাহিনী।


সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার আইজি সুনীল কুমার।তিনি জানান, ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গের প্রতিটি জেলার পুলিশ সুপারের সাথে বৈঠক করেছেন।সীমান্তে বাড়তি নজরদারি করা হচ্ছে।উত্তরবঙ্গের যে সমস্ত জেলা ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তর্গত সেই সমস্ত জেলাতে বাড়তি নজর দিচ্ছে বিএসএফ।ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন গ্রামে রাতের অন্ধকারে ঢুকে পড়ছে দুষ্কৃতীরা এবং নানান অপরাধমূলক কাজকর্ম ঘটাচ্ছে। এই সমস্ত বিষয়ে বাড়তি নজর দিচ্ছে বিএসএফ।

তিনি আরও জানান, সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজ্য পুলিশ প্রশাসনের সাথে এক সাথে কাজ করছে বিএসএফ এর জওয়ানেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş