সীমান্ত খোলার দাবিতে পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির তরফে স্মারকলিপি প্রদান   

পানিট্যাঙ্কি, ২৯ সেপ্টেম্বরঃ করোনার জেরে বন্ধ ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে নেপালের যোগাযোগ ব্যবস্থা।


পণ্যবাহী ট্রাক চলাচল করলেও খুলছে না সাধারণ মানুষের জন্য সীমান্ত।যার জেরে সংকটে সীমান্ত এলাকার প্রায় ২ হাজার ব্যবসায়ী।দ্রুত সীমান্ত খোলার দাবিতে বুধবার ৪১ নম্বর ব্যাটালিয়ানের হাতে স্মারকলিপি প্রদান করল পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি।এদিন সীমান্তে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

এই বিষয়ে রামকুমার ছেত্রী জানান, দুই দেশের জনগণের বিভিন্ন প্রয়োজন এলেও এস‌এসবি বাধা দিচ্ছে।এতে সমস্যায় টোটো অটো চালক থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom