সীমান্ত এলাকায় কমেছে অপরাধ! শিলিগুড়িতে জানালেন বিএসএফ আইজি

শিলিগুড়ি,৩ সেপ্টেম্বরঃ গত কয়েকমাসে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কমেছে অপরাধের সংখ্যা।অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকা অনেকাংশে কমানো গিয়েছে ও পাচারের আগে উদ্ধার হয়েছে বহু গরু।শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী।


এদিন শিলিগুড়িতে বিএসএফ এর দফতরে সাংবাদিক বৈঠক করেন তিনি।সেখানে বলেন, সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ খুব ভাল কাজ করছে।কিছু জায়গায় সীমান্ত খোলা রয়েছে।সেখানেও শীঘ্রই কেন্দ্র সরকারের তরফে ফেন্সিংয়ের কাজ শুরু হবে।এছাড়া দক্ষিন দিনাজপুরে সীমান্ত সংলগ্ন এলাকায় জনসংখ্যা বেশী।তবুও সেখানে যাতে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেজন্য বিশেষ নজরদারি চলে।এছাড়া গরু পাচারও অনেকাংশে আটকানো সম্ভব হয়েছে।নদীগুলি দিয়ে পাচার আটকাতে অতিরিক্ত বোট চালানো হচ্ছে।

উল্লেখ্য, এবছর সেপ্টেম্বর মাসের ৩ তারিখ অবধি বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে ৪,১৬৭ টি গরু উদ্ধার হয়েছে।প্রায় ৪৬ হাজার নেশার সিরাপ, ২৯৯ কেজি গাঁজা, ৫ হাজার ইয়াবা ট্যাবলেট, ৫ কিলো ৯০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BET