শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ সিম বক্স সহ এক নেপালের নাগরিককে গ্রেফতার করলো সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।ধৃতের কাছ থেকে বেশকিছু সিম কার্ড, মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।ধৃতের নাম অশোক পাঠক।নেপালের বাসিন্দা।
অশোক পাঠক সিম বক্স বিক্রি করতে ভারতে এসেছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে ভারত-নেপাল সীমান্ত থেকে অশোক পাঠককে গ্রেফতার করে সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।তার গাড়ি থেকে বিভিন্ন কোম্পানির নয়টি সিম কার্ড, একটি সিম বক্স, একটি মোবাইল ফোন, ভারতীয় আধার কার্ড, নেপালের নাগরিকের পরিচয়পত্র এবং আরও বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।
সিম বক্সের মাধ্যমে সাইবার অপরাধের পাশাপাশি অপরাধমূলক ও নাশকতামূলক কার্যকলাপ করা হয়।সিম বক্স থেকে কল করলে সেই ফোন কল ট্র্যাক করা বা তার লোকেশন জানা যায় না।কিছুদিন আগে ফুলবাড়িতে একটি মোবাইল দোকানে সিম বক্স চক্রের হদিশ মেলে।প্রধাননগর থানা অন্তর্গত এলাকাতেও সিম বক্স চক্রের পর্দা ফাঁস করে এসটিএফ।
ধৃত অশোক পাঠককে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এরপর আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।