ফুলবাড়ি, ৬ জানুয়ারিঃ এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন ফুলবাড়ির বাসিন্দা মহম্মদ খাদেম।মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুলবাড়ির চুনাভাটি এলাকায়।
জানা গিয়েছে, এসআইআর লিস্টে নাম ছিল না মহম্মদ খাদেম সহ পরিবারের ৫ সদস্যের।এরজন্য শুনানিতে ডাকা হয়েছিল তাদের।শুনানি থেকে বাড়ি ফিরেই আতঙ্কে ভুগছিলেন তিনি।পেশায় ট্যাক্সি চালক ছিলেন মহম্মদ খাদেম।সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন।মঙ্গলবার সকালে বাড়ির পাশে গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এনজেপি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছায় শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দিলীপ রায় সহ অন্যান্য নেতৃত্বরা।গোটা বিষয়টি খতিয়ে দেখে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন মেয়র গৌতম দেব।
