SIR এনুমারেশন ফর্মে বিএলও এর অঙ্গীকারপত্রের লাইন কাটা নিয়ে আতঙ্ক রাজগঞ্জে

রাজগঞ্জ, ২২ নভেম্বরঃ SIR এনুমারেশন ফর্মে বিএলও এর অঙ্গীকারপত্রের লাইন কাটা নিয়ে চরম আতঙ্ক রাজগঞ্জে।শনিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির সাহেবপাড়া এলাকায় ঘটন।


অভিযোগ, এসআইআর এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় ব্লক লেভেল অফিসার (BLO) অঙ্গীকারপত্রের একটি গুরুত্বপূর্ণ লাইন কেটে দিয়ে তবে ফর্ম গ্রহণ করছেন।

স্থানীয়দের দাবি, এই অঙ্গীকারপত্রে কাটাকাটি করার কোনো নিয়ম নেই।এরফলে তারা ভোটাধিকার নিয়ে বড়সড় জটিলতায় পড়বেন এমনই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।


স্থানীয়রা বলেন, অঙ্গীকারপত্রে লেখা রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি।সেইলাইটি কেটে দেওয়ায় আমরা নতুন করে আতঙ্কে রয়েছি।কেন এটা কাটা হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা চাই। আমরা বিষয়টি নিয়ে বিডিও এর দারস্থ হবো।

তবে এই বিষয়ে এলাকার BLO দুলাল মন্ডলের দাবি,আমাদের নির্দেশিকা রয়েছে যে আমরা এই লাইটি কেটে দিয়ে ফর্ম গ্রহণ করতে পারি।এতে কোনো আশঙ্কার কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *