রাজগঞ্জ, ২৭ নভেম্বরঃ রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা শিবির পরিদর্শনে এলেন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার একাধিক SIR শিবির ঘুরে দেখেন তিনি।
এদিন শিবিরগুলোর কর্মপ্রক্রিয়া এবং এলাকার সমস্যা–সংকট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা ও আলিপুরদুয়ারের পর্যবেক্ষক উদয়ন গুহ।এদিন তিনি দলীয় BLA–দের সঙ্গে কথা বলেন। কোন কোন এলাকায় কী ধরণের সমস্যা বা অভিযোগ উঠছে, তা মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী। উপস্থিত কর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের বার্তাও দেন তিনি।
এদিন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, আইএনটিটিইউসির জেলা সভাপতি, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি-সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
