শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও আজ থেকে শুরু হয়েছে SIR-এর শুনানি।সকাল থেকেই আসছেন ভোটাররা।
শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তরে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে।ইলেকশন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এই প্রক্রিয়া চলছে।মহকুমাশাসকের দপ্তরে সকাল থেকেই ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে।বিভিন্ন এলাকা থেকে ভোটাররা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র পেশ করছেন।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, স্বচ্ছতা বজায় রেখে সকল পক্ষের কথা গুরুত্ব সহকারে শুনেই এই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।শান্তিপূর্ণভাবে শুনানি সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ভূমিকা পালন করছেন।
