নকশালবাড়ি, ২৭ ডিসেম্বরঃ কর্মসূত্রে বাইরে থাকেন মেয়ে, মেয়ের নামে নোটিশ পেয়ে SIR শুনানিতে এসে আতঙ্কে পরিবার।
মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার আপার বাগডোগরা গ্ৰাম পঞ্চায়েতের ৪৮ নম্বর পাটের পশ্চিম সুকান্ত নগরের ভোটার পূজা রাই কর্মসূত্রে দিল্লিতে থাকেন।তার নামেই গত ২৫ ডিসেম্বর SIR শুনানির নোটিশ আসে।এরপর থেকেই আতঙ্কে ভুগছিলেন পরিবারের সদস্যরা।শনিবার নকশালবাড়ি বিভিও অফিসে এসে হতাশ হয়ে পড়েন পূজার বাবা ও মা।ভোটারকে উপস্থিত থাকার কথা জানানো হয়।এতেই নাম বাদ পড়ার আশঙ্কা করছেন বাবা শান্ত কুমার রাই।
শান্ত কুমার রাই বলেন, মেয়ে বাইরে কাজে থাকার জন্য উপস্থিত হতে পারেনি।অতিরিক্ত সময় পেলে ভালো হত।ভোটারকে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ের দাবি জানান তিনি।
গ্ৰাম পঞ্চায়েত সদস্যের দাবী, হয়রানি করা হচ্ছে ভোটারদের।কাজের উদ্দেশ্যে অনেকেই বাইরে থাকেন।এরজন্য অতিরিক্ত সময় দেওয়ার বিষয়ে জেলাশাসক ও ECI কে আবেদন জানবেন বলে জানান।
