শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ শিলিগুড়িতে SIR শুনানিতে হয়রানির অভিযোগ।নেতাজি বয়েজ হাইস্কুলে শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ৭৭ বছরের বৃদ্ধ হিমাংশু মোহন দাস।
জানা গিয়েছে, হিমাংশু মোহন দাস দীর্ঘদিন অরুণাচল প্রদেশে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন।অবসর নেওয়ার পর ২০০৭ সালে শিলিগুড়িতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।কাজের সূত্রে অন্য রাজ্যে থাকার কারণে এই রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম নেই।এই কারণেই তাকে শুনানিতে ডাকা হয়েছিল।গতকাল শুনানি চলাকালীন তিনি হঠাৎই অসুস্থ হয়ে যান।পরবর্তীতে স্থানীয় কাউন্সিলর, আধিকারিক ও সেখানে থাকা মানুষেরা বৃদ্ধকে সহযোগিতা করেন।
এই বিষয়ে হিমাংশু মোহন দাসের মেয়ে চৈতালী দাস বণিক জানান, বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন।সেইসময় সকলেই মানবিকতার পরিচয় দিয়েছেন।তবে শুনানি সম্পূর্ণ হয়েছে।যারা অসুস্থ তাদের বাড়িতে এসে শুনানির কাজ করলে ভালো হয় বলে জানান তিনি।
শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু বলেন, শুনানি প্রক্রিয়ায় বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন।একজন ৭৭ বছরের বৃদ্ধকে শুনানিতে যেতে হচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।আজ হিমাংশু মোহন দাসের বাড়িতে এসে দেখা করলাম ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম।
