নকশালবাড়ি, ২৯ ডিসেম্বরঃ SIR শুনানিতে চরম হয়রানির শিকার মানুষ।এমনটাই ছবি ধরা পড়ল নকশালবাড়িতে।
কারো বয়স ৮৯ কেউ আবার ৮০ বছরের ঊর্ধ্বে।এসআইআর শুনানিতে ডাক বৃদ্ধদের।কেউ কথা বলতে পারেননা, কেউ আবার শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন শুনানিতে ডাক পাওয়া বৃদ্ধরা।বিক্রমাস মুন্ডা, বয়স ৮৯।নকশালবাড়ি উত্তর রথখোলার বাসিন্দা।চলাফেরা করতে পারেননা এমনকি কথাও বলতে পারেন না।এরপরও শুনানির ডাক পেয়ে হয়রানির শিকার হচ্ছেন।
অন্যদিকে নকশালবাড়ির দক্ষিণ কোটিয়া জোতের বাসিন্দা নীল মোহন রায়।বয়স ৮০ বেশি।আগেও ভোট দিয়েছেন, কিন্তু ২০০২ লিস্টে নাম না থাকায় শুনানিতে ডাক পড়ে তার।শ্বাসকষ্ট ও ঠান্ডায় কাবু হয়েও শুনানিতে এসেছেন।
এই গোটা ঘটনায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি।
