শিলিগুড়ি, ১৬ মেঃ শিলিগুড়ি হয়ে শিশু পাচারের চেষ্টার অভিযোগ।উদ্ধার হল ৩ শিশু।ঘটনায় আটক ২ মহিলা।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির বিধান মার্কেট সংলগ্ন এলাকা থেকে দুই মহিলা টোটো দাঁড় করিয়ে স্থানীয় হোটেলে নিয়ে যাওয়ার কথা বলেন।সেইসময় সঙ্গে থাকা ৩ শিশু কান্নাকাটি শুরু করে।এরফলে সন্দেহ হয় স্থানীয় ও টোটো চালকের।এরপর সেই টোটো চালক ৩ শিশুকন্যা সহ ২ মহিলাকে এয়ারভিউ মোড়ে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেয়।পরবর্তীতে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ৩ শিশু সহ ২ মহিলাকে থানায় নিয়ে আসে।
থানায় ২ মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দুজনের মধ্যে একজন জন্মু কাশ্মীরের লে এর বাসিন্দা।৩ শিশু কন্যা চোপড়ার বাসিন্দা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
