শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ এলাকার শিশুদের খেলাধূলার শিশু উদ্যান বর্তমানে নেশার আঁতুড় ঘর।রাত হলেই সেই শিশু উদ্যানের সামনে নেশাগ্রস্থদের আড্ডা জমে।হঠাৎই বন্ধ হয়ে যাওয়া শিশু উদ্যান খোলার দাবী জানালেন বাসিন্দারা।
জানা গিয়েছে, ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপাড়ায় একটি শিশু উদ্যান রয়েছে।মূলত এলাকার শিশুরা এই উদ্যানে খেলাধূলা করতো।কয়েক বছর স্বাভাবিকভাবে চললেও তিন মাস আগে বন্ধ হয়ে যায় শিশু উদ্যানটি।তবে কি কারনে উদ্যানটি বন্ধ হল সে বিষয়ে কারো কাছে কোনো সদুত্তর নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশু উদ্যান বন্ধ থাকায় বহিরাগতরা এসে জমায়েত করে।রাত বাড়লে শিশু উদ্যানের সামনে নেশার আসর বসে।উদ্যানটি খোলা হলে এলাকার শিশুরা খেলাধূলা করতে পারবে বলে জানান তারা।
এই বিষয়ে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা রায় চক্রবর্তী জানান, শিশু উদ্যানটি টেন্ডারের মাধ্যমে এলাকার একজনকে দেওয়া হয়েছিল।কয়েকদিন আগে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন পার্ক চালাতে পারবেন না।গোটা বিষয়টি আমরা দেখবো বলে জানান তিনি।