শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ দুই শিশুর মধ্যে বিবাদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির দাগাপুর সংলগ্ন এলাকায়।ঘটনায় গ্রেফতার ৮ জন।ধৃতদের নাম মহম্মদ জম্মু খান, মহম্মদ সাইফলি, মহম্মদ নওশাদ, নিজাবুল খান, মহম্মদ মুবারক খান, মহম্মদ সিরাজুল খান, আরফাজ খান এবং সাহিদ খান।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই শিশু এলাকায় খেলছিল।সেইসময় দুজনের মধ্যে বিবাদ শুরু হয়।শিশুদের মধ্যে এই বচসায় দুই পরিবার জড়িয়ে পড়ে।দুই পক্ষের মধ্যে শুরু হয় পাথর বৃষ্টি।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ।পরে পরিস্থিতি স্বাভাবিক করতে নামানো হয় র্যাফ।
দুই পক্ষের ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।