শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ স্ক্রাব টাইফাস হানা দিল উত্তরবঙ্গেও। দার্জিলিং জেলার বেশ কয়েকজন শিশু আক্রান্ত হল স্ক্রাব টাইফাসে। এছাড়া ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন শিশু।যা নিয়ে উদ্বেগে চিকিৎসকেরা।দার্জিলিং, জলপাইগুড়ির প্রচুর শিশু এই মুহূর্তে জ্বর নিয়ে ভুগছে।অনেককে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
এরই মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ৬৫ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে।তাদের মধ্যে জলপাইগুড়িরও বেশ কয়েকজন রয়েছেন।
বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা জানান, দার্জিলিং জেলার ৬ জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত। এছাড়া ৬ জন ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছে। জলপাইগুড়ির যে শিশুরা মেডিক্যালে ভর্তি ছিলেন তাদের মধ্যে ১ জনের ডেঙ্গু ও আরও একজনের জাপানি এনসেফেলাইটিস হয়েছে বলে জানান।
তবে স্ক্রাব টাইফাসে শিশু আক্রান্ত হলে তাতে খুব বেশী আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন তিনি।কিছু ওষুধ খেলে অল্প সময়ে আক্রান্তরা সুস্থ হয়ে উঠবেন।