জলপাইগুড়ি, ২২ মার্চঃ শিশুকে রাস্তায় পিষে দিল সিমেন্ট বোঝাই ট্রাক।শনিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির নয়াপাড়া এলাকায়।ঘটনার পর জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো উত্তেজিত জনতা।মৃত শিশুর নাম রবি রাউত, বয়স ৪ বছর।
জানা গিয়েছে, এদিন নয়া পাড়ার প্রাথমিক স্কুলের সামনে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শিশুকে পিষে দেয়। ঘটনার পরই ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে কোতোয়ালি থানা ও ট্র্যাফিক পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার হিমঘরে আলু রাখার জন্য আলু বোঝার গাড়ির ভিড় এদিন যথেষ্ট ছিল। ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় নয়াপাড়া জুনিয়র স্কুলের শিক্ষক অভিজিৎ দাসগুপ্ত বলেন, প্রতিদিনই পড়ুয়ারা স্কুলে আসে।আজ একটি সিমেন্ট বোঝাই গাড়ি শিশুকে পিষে দিয়েছে।