খবরের জের, অসহায় পরিবারের শিশুকন্যার চিকিৎসার দায়িত্ব নিলেন শিলিগুড়ির দুই যুবক

রাজগঞ্জ, ৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি টাইমস-এর খবরের জের, বেলাকোবার সাহেববাড়ি গ্রামের অসহায় পরিবারের শিশুকন্যার চিকিৎসার দায়িত্ব নিলেন শিলিগুড়ির দুই যুবক শুভঙ্কর মাহাতো এবং লোকনাথ সাহা।জানা গিয়েছে, শুক্রবার তারা ওই পরিবারের সঙ্গে দেখা করে চিকিৎসার জন্য শিশুকন্যাকে  শিলিগুড়িতে নিয়ে আসেন।


প্রসঙ্গত, রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি গ্রামের নৃপেন দাসের শিশুকন্যা জটিল রোগে আক্রান্ত।নৃপেন বাবু পেশায় দিনমজুর।গত ১ আগষ্ট নৃপেন বাবুর স্ত্রী সুস্মিতাদেবী একটি শিশুকন্যার জন্ম দেন।সেই শিশুর শিরদাঁড়াটি বেকে ইংরেজি ‘ইউ’ আকার নিয়েছে৷চিকিৎসকরা তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন।চিকিৎসার জন্য প্রয়োজন ছিল ২ লক্ষ টাকা।দিনমজুর পরিবার চিকিৎসার জন্য এত টাকা কিভাবে জোগাড় করবেন তাই ভেবে দিশেহারা হয়ে পড়েছিলেন তারা।

এরপরই সন্তানকে বাঁচাতে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। এদিন ওই দুই যুবক চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস দেওয়ায় আশায় বুক বেধেছেন শিশুর পরিবারের সদস্যরা।


One thought on “খবরের জের, অসহায় পরিবারের শিশুকন্যার চিকিৎসার দায়িত্ব নিলেন শিলিগুড়ির দুই যুবক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş