কালচিনি,১৭ জুলাইঃ ডুয়ার্সের চা বাগানগুলি থেকে শিশু পাচারের ঘটনা রুখতে তৎপর রাজ্য শিশু সুরক্ষা কমিশন।এই দলটির নেতৃত্বে রয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বিশেষ উপদেষ্টা ও বিশিষ্ট গায়ক সৌমিত্র রায়।
শনিবার আলিপুরদুয়ারের কালচিনি চা বলয়ের ভার্নোবাড়ি চা বাগানে গিয়ে শ্রমিক পরিবারগুলির সঙ্গে কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।এদিকে এক দঙ্গল কচিকাঁচাকে সামনে পেয়ে নাচের তালে গেয়ে ওঠেন সৌমিত্র।মিশে যান ওই শিশুদের সঙ্গে।সেখানকার শিশু ও তাদের অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তারা।
কমিশনের সদস্যরা জানান, আগামী সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিভিন্ন সমস্যার দিকগুলি তুলে ধরা হবে।চা বাগান থেকে শিশু পাচার রোধে জেলা প্রশাসন যাতে আরও বেশি তৎপর হয় সেই বিষয়েও পরামর্শ দেওয়া হবে কমিশনের তরফে।এছাড়া পাচার চক্রের পান্ডাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ জানানো হবে।