রাজগঞ্জ, ৬ এপ্রিলঃ ফুলবাড়িতে বাবার বাড়ি থেকে শিশু সন্তান সহ নিখোঁজ মহিলা।নিখোঁজ মহিলার নাম চন্দনা বসুনিয়া।রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের লক্ষীজোত এলাকার ঘটনা।ইতিমধ্যেই পরিবারের তরফে এনজেপি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিখোঁজ মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে লক্ষীজোতের সুরেন বসুনিয়ার মেয়ে চন্দনার বিয়ে হয় কোচবিহার জেলার মাথাভাঙ্গার বড়াইগ্রামে।তাদের একটি কন্যা সন্তান হয়।কিন্তু স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় প্রায় ৯ মাস থেকে চন্দনা বাপের বাড়িতে রয়েছে।সোমবার সকালে দুই বছরের মেয়ে টুম্পাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাপের বাড়ি থেকে বের হয় চন্দনা।তারপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করা হয়।এরপর মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানানো হয়।
চন্দনার মা বলেন, মেয়ে নাতনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়ে যায়।তারপর থেকে নিখোঁজ।নাতনি সহ মেয়ে কোনও খপ্পরে পড়ল কি না তা ভেবে চিন্তায় রয়েছি।

