কোচবিহার, ১৭ মেঃ ভোট শেষে ফের গুলি চললো কোচবিহারের শীতলকুচিতে।বৃহস্পতিবার গভীর রাতে গুলিবিদ্ধ হলেন শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেষ রায়।
জানা গিয়েছে, গতকাল রাতে লালবাজার চৌপথিতে সাংগাঠনিক মিটিং সেরে বাড়ি ফিরছিলেন অনিমেষ রায়।সেইসময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।ঘটনার পর প্রথমে তাকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এরপর সেখান থেকে কোচবিহারের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।অনিমেষ রায়ের হাঁটুর উপরে গুলি লেগেছে।এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা এখনো জানা যায়নি।গোটা ঘটনার তদন্তে শীতলকুচি থানার পুলিশ।
শুক্রবার আক্রান্ত প্রধান অনিমেষ রায়কে দেখতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি আব্দুল জলিল আহমেদ।তিনি বলেন, এলাকায় বিজেপির দাপট রয়েছে।বিজেপির মদতেই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বিজেপির শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, বিজেপির উপর দোষ চাপানো ছাড়া তৃণমূলের কোন কাজ নেই।পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক।