নকশালবাড়ি, ৯ আগস্টঃ নকশালবাড়িতে সিটু এবং এআইকেএস এর সংযুক্ত তত্বাবধানে আজ “কর্পোরেট ভাগাও কিষাণ বাঁচাও” কর্মসূচির আয়োজন করা হয়।এদিনের কর্মসূচিতে কৃষকদের বিভিন্ন দাবী তুলে ধরা হয়।
এই বিষয়ে গৌতম ঘোষ এবং বিকাশ চক্রবর্তী বলেন, সিটু এবং এআইকেএস এর যৌথ উদ্যোগে নকশালবাড়ি বাস স্ট্যান্ডের পাশে একটি কর্মসূচির আয়োজন করে সমস্ত কৃষকদের ঋণ মুকুব, সকলকে কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা সহ বেশকিছু দাবী তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে গৌতম ঘোষ, ঝরেন রায়, বিকাশ চক্রবর্তী, রাধাগোবিন্দ ঘোষ, রাজু সরকার, রাম মাহাতো, সুবীর পাল সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।