শিলিগুড়ি, ৬ মার্চঃ শুক্রবার দার্জিলিং জেলা সিটুর তরফে চা বাগান শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মহকুমাশাসকের দপ্তর অভিযানে আন্দোলনকারীদের আটকালো পুলিশ।
জানা গিয়েছে, এদিন এনআরসি, সিএএ, চা বাগান শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে জেল ভরো আন্দোলনে সামিল হয় সিআইটিইউ।
এদিকে শ্রমিকদের এই আন্দোলন রুখতে তৎপর ছিল পুলিশ প্রশাসন।সংগঠনের সমর্থকরা মহকুমাশাসকের দপ্তরের সামনে উপস্থিত হওয়ার আগেই তাদের আটকে দেয় পুলিশ বাহিনী।শুরু হয় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।পরবর্তীতে তাদের গ্রেফতার করার কথা ঘোষণা করার পরই আন্দোলন থেকে বিরত হয় আন্দোলনকারীরা।
চা বাগান শ্রমিক বিমলা পরাইখ জানান, তারা তাদের দাবী নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন।তবে তাদের আন্দোলনকে আটকাবার চেষ্টা করেছে পুলিশ। আগামীতে এই দাবী নিয়ে আরও বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান।