শিলিগুড়ি, ২৮ আগস্টঃ শনিবার এসজেডিএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এসজেডিএ এর পুরোনো কাজগুলি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও কাওয়াখালির জমি অধিগ্রহণ মামলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।২০-২১ বর্ষে মোট ১৮টি প্রকল্পের প্রপোজাল পাঠানো হয়েছিল।তার মধ্যে ১৬টি প্রকল্পের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে।এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য ১২৯ কোটি টাকা ব্যয় হবে।যার মধ্যে ৬২ কোটি টাকার অনুমোদন ইতিমধ্যেই হয়ে গেছে।
তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউ এর জন্য আমরা প্রস্তুত।মানুষকে সচেতন করতে মোবাইল ভ্যান চালু করা হবে।এছাড়াও বয়স্কদের শীঘ্রই ভ্যাকসিন দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।অন্যদিকে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যে ১৪ কোটি টিকার প্রয়োজন রয়েছে।তবে কেন্দ্র সরকারের তরফে মাত্র ৪কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে।