শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের চারটি ব্লকের উন্নয়নের স্বার্থে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে প্রস্তাব দিলেন সভাধিপতি।সোমবার এসজেডিএ কার্যালয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে মহকুমা এলাকার চারটি ব্লকের উন্নয়নের স্বার্থে মোট ১৪টি প্রস্তাব তুলে ধরা হয়।যার মধ্যে মূলত রাস্তা, কালভার্ট, ড্রেন, বাজার, লাইট, এবং পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব দেন সভাধিপতি অরুণ ঘোষ।অন্যদিকে এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এই বিষয়ে আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে মহকুমা পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এই বিষয়ে সৌরভ চক্রবর্তী বলেন, নতুন বোর্ড আসার পরেই শিলিগুড়ি মহকুমার উন্নয়ন নিয়ে সহযোগিতা চেয়েছেন।এর আগেও আমরা উন্নয়নের কাজ করেছি।আগামীদিনে ও জনসাধারণের স্বার্থে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় উন্নয়নমূলক কাজ করা হবে।