শিলিগুড়ি , ১২ ডিসেম্বরঃ বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হল বিজেপি।শিলিগুড়িতে SJDA অফিসের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি গ্রহণ করলো বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি।
এদিন এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।বিজেপির অভিযোগ, বিভিন্ন এলাকায় বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হচ্ছে। এরফলে সাধারণ মানুষের সুবিধার জন্য নেওয়া প্রকল্পগুলি ব্যাহত হচ্ছে।
এদিন শঙ্কর ঘোষ জানান, মানুষের উন্নয়নমূলক কাজ আটকে দেওয়া হলে আমরা নীরব থাকতে পারি না। তাই SJDA-র সামনে ধর্ণা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি।
