জলপাইগুড়ি,১৪ আগস্টঃ জলপাইগুড়ি সদর ব্লকের সিপাহি পাড়াতে কৃষি ভিত্তিক শিল্প গড়ার জন্য শিল্প উদ্যোগীদের নিয়ে বৈঠক করলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
ওই এলাকায় দশ একর জমির ওপর ভেজিটেবল প্রসেসিং এবং ট্রেনিং ফর ট্যমেটো পাউডার সহ অন্যান্য শিল্প গড়ার জন্য বেশ কয়েকজন শিল্পপতি সহ শিল্প গোষ্ঠী ও বিভিন্ন সংগঠনকে ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে।শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে এই বৈঠকটি হয়।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন,আমরা সার্ভে করে দেখেছি এখানে শুধুমাত্র ট্যমেটো প্রসেসিং ইউনিট করলেই হবে না।এর আগে চার বার টেন্ডার ডাকা হলেও কেউ অংশ নেননি।তাই আমরা চাইছি অন্যান্য বিষয়েও যাতে এখানে প্রসেসিং ইউনিট হয়।শিল্প উদ্যোগী মানুষদের আমরা চাইছি।