কালচিনি,৯ নভেম্বরঃ এখন থেকে রাজাভাতখাওয়া রেলস্টেশনে রেলের কামরায় বসেই রেস্তোরাঁর আমেজ ও খাবার দুটোই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকেরা। কিন্তু তার জন্য কাটতে হবে না কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।
আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে।কিন্তু ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন আসলে সেটি একটি রেস্তোরাঁ।বিভিন্ন ধরণের খাবার মিলবে সেখানে। ভেজ থেকে ননভেজ সবটাই পাওয়া যাবে।উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে এর আগেই শুরু হয়েছে এই কোচ রেস্তোরাঁর পথ চলা।এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে শুরু হল কোচ রেস্তোরাঁর পথ চলা। বৃহস্পতিবার এই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন ডিআরএম অমরজিৎ গৌতম সহ অন্যান্যরা।
ডিআরএম অমরজিৎ গৌতম জানান, রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী,বক্সা যাওয়া যায়।কালচিনি,আলিপুরদুয়ার সামনে।পর্যটকদের সমাগমের বিষয়টি নজরে রেখে রাজাভাতখাওয়াতে এই কোচ রেস্তোরাঁ চালু করা হল।