নকশালবাড়ি,২৭ জুনঃ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শংসাপত্র ও আর্থিক অনুদান দিয়ে সম্মানিত করলো পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির দার্জিলিং জেলা কমিটি।
বৃহস্পতিবার নকশালবাড়ির সহকারী স্কুল পরিদর্শকের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে তিনজন বিশেষ চাহিদা সম্পন্নকে হুইলচেয়ার, একজনকে ট্রাই সাইকেল এবং চারজনকে ব্লাইন্ড স্টিক দেওয়া হয়। বিশেষভাবে চাহিদা সম্পন্নরা যাতে সমাজের মূল স্রোতে থেকে অন্যান্যদের মতন উপার্জন করতে পারেন, সেজন্য তাদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষন দেওয়ার কাজ করছে এই সংগঠন।
সংগঠনের সম্পাদক রামপ্রসাদ ভট্টাচার্য জানান, বিশেষভাবে চাহিদা সম্পন্নরা যাতে সমাজে অবহেলিত হয়ে না থাকে সেজন্য তাদের সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শিক্ষা জেলা সর্বশিক্ষা মিশনের ডিইও শ্রেয়সী ঘোষ, এসআই স্কুল চিরঞ্জীত ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মীলনীর সম্পাদক সৌম্য গাঙ্গুলি সহ অন্যান্যরা।