শিলিগুড়িতে ট্রেনের ধাক্কায় জখম ২

শিলিগুড়ি,৩ অক্টোবরঃ ট্রেনের ধাক্কায় জখম হল দুই যুবক।বৃহস্পতিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে রেলগেটের কাছে ঘটনাটি ঘটেছে।


স্থানীয়রা জানান, এদিন ওই দুই যুবক রেলগেটের কাছে ঝগড়া করছিল।দুজনই নেশায় আসক্ত ছিল।সেইসময় সেখান দিয়ে মহানন্দা এক্সপ্রেস যাচ্ছিল।ট্রেনের পেছনের কোচের ধাক্কায় আহত হয় দুজনই।ঘটনায় একজনের হাত ও অপরজনের একটি পা কাটা যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জংশন জিআরপি’র কর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *