রাজগঞ্জ, ২৫ এপ্রিলঃ স্কেটিং করে জলপাইগুড়ি থেকে কেদারনাথে যাচ্ছেন দুই যুবক।এর আগে পায়ে হেঁটে, অনেককে আবার সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে।তবে এবারে রোদ মাথায় নিয়েই স্কেটিং করে কেদারনাথে ছুটছেন জলপাইগুড়ির দুই বন্ধু।
একজন জলপাইগুড়ির চাউলহাটির বাসিন্দা আশীস সমাদ্দার, অন্যজন ৭৩ মোড়ের পূর্ব কুমারপাড়ার বাসিন্দা জগন্নাথ রায়। তীব্র গরমকে উপেক্ষা করে জাতীয় সড়ক ধরে কেদারনাথের পথে ছুটে চলেছেন তারা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্কেটিং শু পড়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেন দুই যুবক।এরপর রাজগঞ্জে এসে পৌছান তারা।শিলিগুড়ি থেকে আরও এক বন্ধু তাঁদের সঙ্গে সামিল হবেন বলে জানালেন।
এদিন জগন্নাথ ও আশীস জানায়, অনেকদিনের ইচ্ছে ছিল স্কেটিং করে কেদারনাথে যাওয়ার।কিন্তু হয়ে উঠছিল না।তবে এতদিনে সেই সুযোগ হয়েছে।রোজ ১০০ কিমি পথ পারি দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাবো।অনেকেই এই যাত্রার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।তাদের নতুন অ্যাডভেঞ্চারের স্বপ্ন ভুলিয়েছে তীব্র গরমের কষ্টও।