চোপড়া, ৬ জুনঃ কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বিলাসী বাড়ির তুঁতবাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার চা বাগানে ওষুধ দিতে গিয়ে নরকঙ্কাল দেখতে পান কয়েকজন কর্মী।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিন্টু বর্মন ও চোপড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ কঙ্কালটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
