শিলিগুড়ি, ২১ জুনঃ আজ বলয়গ্রাস সূর্যগ্রহন। স্কাই ওয়াচারস অ্যাসোসিয়েশন অফ নর্থবেঙ্গলের তরফে শিলিগুড়িবাসীর জন্য এই সূর্যগ্রহন দেখার ব্যবস্থা করা হয়েছে।রবিবার সকাল থেকেই ছোট থেকে বড় সব বয়সের মানুষই আগ্রহের সঙ্গে এসে উপস্থিত হন শিলিগুড়ি পার্কের পাশের একটি মাঠে।
অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে আজকের পর আবারও ২০৩১ সালে ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে। এদিন শিলিগুড়ি পার্কের পাশের একটি মাঠে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সকলকে সূর্যগ্রহন দেখানোর ব্যবস্থা করা হয়। যদিও আকাশ মেঘলা থাকায় মাঝেমধ্যে সূর্যগ্রহন দেখায় ব্যাঘাত ঘটে। পাশাপাশি সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে এবং সকলের মুখে মাস্ক থাকে সেই বিষয়টিও নজরে রাখা হয়েছে।