শিলিগুড়ি,৬ সেপ্টেম্বরঃ আজ নিউ জলপাইগুড়ি যুবভারতী স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে প্লাজমা দানের উপকারিতা এবং কোভিড নিয়ে মানুষকে কিভাবে সচেতন করা যায় তার উদ্দেশ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এই আলোচনা সভায় সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কোভিড কেয়ার নেটওয়ার্কের কর্মকর্তা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত এবং করোনা জয়ী ডাঃ অনির্বাণ রায়। এদিন ডাঃ অনির্বাণ রায় তার অভিজ্ঞতার কথা জানান সকলকে। ওই এলাকার বাসিন্দা দুই করোনা জয়ী অভিজিৎ সরকার ও রাজা চৌধুরী প্লাজমা দান করার জন্য এগিয়ে আসেন এবং তারা জানান সাধারণ মানুষের জন্য তারা প্লাজমা দান করবেন। আগামীতে যুবভারতীর তরফে নানা জায়গায় প্লাজমা দানের ব্যাপারে সচেতনতা প্রচার করা হনে আশ্বাস দেন ক্লাব কর্মকর্তারা।