শিলিগুড়ি,২৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের শেষ মাসিক অধিবেশন অনুষ্ঠিত হল আজ। ২০১৫ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বাম পুরবোর্ড। বিভিন্ন সময়ে বিভিন্ন তর্ক-বিতর্কর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পুরনিগমের মাসিক অধিবেশন। তবে শেষ অধিবেশন একটু সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হল। এদিন ছিল না কোন রাজনৈতিক চাপানউতোর, ছিল না কোন তর্ক বিতর্ক।
দু’ঘণ্টা বৈঠক চলার পর বৈঠক শেষে সকলের হাতে স্মারক তুলে দেওয়া হয় পুরনিগমের পক্ষ থেকে। পরবর্তীতে শাসক-বিরোধী সমস্ত কাউন্সিলর একত্রিত হয়ে গ্রুপ ফটোতে সামিল হন।