শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ শিলিগুড়িতে এসটিএফ(স্পেশাল টাস্ক ফোর্স) এর জালে বড় দুই সাইবার অপরাধী। বড় চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশের এই স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে খবর, যাদের আটক করা হয়েছে তারা বিভিন্নভাবে এটিএম কার্ড সহ নানা উপায়ে প্রচুর মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিকেরা তাদের ধরেন।
শুক্রবার ফুলবাড়িতে অভিযান চালিয়ে দুজনকে একটি গাড়ি সমেত ধরেন এসটিএফের আধিকারিকেরা। দু’জনই হরিয়ানার বাসিন্দা। অসম থেকে শিলিগুড়ির দিকে আসছিল। এসটিএফ সূত্রে খবর আটক ব্যক্তিদের কাছ থেকে প্রচুর এটিএম কার্ড, সিমকার্ড, সোয়াইপ মেশিন পাওয়া গিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলছেন না আধিকারিকেরা। উদ্ধার হওয়া সামগ্রীর মাধ্যমে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার চক্র চালায় ধৃতরা-এমনই সন্দেহ আধিকারিকদের। এদের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। তাদের খোজেও এসটিএফ তল্লাশি, জিজ্ঞাসাবাদ শুরু করেছে।