শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ নির্বাচনের একদিন আগে শিলিগুড়িতে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের নন্দীগ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির দেহ দেখতে পান বাসিন্দারা।মৃত দম্পতির নাম নগেন বর্মণ ও সুশীলা বর্মণ।
নগেন বর্মণ দিনমজুরের কাজ করেন।আজ এলাকার এক মহিলা দেখেন স্থানীয় এক মাঠের পাশে গাছে দুজনের দেহ ঝুলছে।একটি শাড়ি দিয়ে একই ডালে ফাঁসবদ্ধ অবস্থায় দেহদুটি উদ্ধার হয়।ঘটনাস্থল থেকে ১০০ মিটারের মধ্যে তাদের বাড়ি।স্থানীয়দের থেকে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে। সাংসারিক ঝামেলা ও আর্থিক অভাবেই জন্য ওই দম্পতি আত্মহত্যা করেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এদিন দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।