শিলিগুড়ি,৩০ জানুয়ারিঃ সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চার বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে ডাবগ্রাম ২ এর অন্তর্গত ঠাকুরনগর এলাকায়। মৃত শিশুর নাম বন্যা সরকার।
জানা গিয়েছে, কয়েক মাস আগেই স্থানীয় এক বিদ্যালয়ে বন্যা পড়াশোনা শুরু করে। তার ঠাকুমা সুষমা সরকার জানান, গতকাল ওই শিশুকন্যা দুপুরে বাড়ির পাশে শাড়ি পড়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যায়। অঞ্জলি শেষে করে বাড়ির সকলেই পুজো প্যান্ডেল থেকে চলে আসে। কিন্তু বন্যা ওই পুজো প্যান্ডেলেই থেকে যায়। বই আনতে গিয়ে মোমবাতি থেকে বন্যার শাড়িতে আগুন লেগে যাওয়ায় গলা থেকে কোমর পর্যন্ত পুড়ে যায়। নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে মৃত্যু হয় বন্যার। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।