শিলিগুড়ি, ৯ নভেম্বরঃ ১৩ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে বিএসএফ এর এক কনস্টেবলকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম সঞ্জীব কুমার।কদমতলা বিএসএফ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।
জানা গিয়েছে, গত ৭ নভেম্বর কদমতলা বিএসএফ ক্যাম্পে কনস্টেবল সঞ্জীব কুমার ও তার এক সহযোগীকে ১৩ বছরের নাবালিকাকে শ্লীলতাহানী করতে এক মহিলা দেখে ফেলেন।এরপর মহিলা চিৎকার করতেই দুজনই সেখান থেকে পালিয়ে যায়।তবে পালাতে গিয়ে একজনের মোবাইল ঘটনাস্থলেই পড়ে যায়।
ঘটনার পর নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে মাটিগাড়া থানার পুলিশ উদ্ধার হওয়া মোবাইলের সূত্রের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।