শিলিগুড়িতে সাড়ম্বরে উদ্বোধন হল SMADA অ্যাকাডেমি

শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ শিন মিউজিকের হাত ধরে আজ শিলিগুড়ির দশরথপল্লীতে উদ্বোধন হল এসএমএডিএ অ্যাকাডেমি।যেখানে শেখানো হবে নাচ, গান, অভিনয় এবং মডেলিং।


এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমএডিএ এর ফাউন্ডার ডিরেক্টর যশ সোনি, কো-ফাউন্ডার সুদীপ্ত দেবনাথ সহ আরও বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা। ৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এসএমএডিএ এর পথচলা।অনলাইন ও অফলাইন দুভাবেই চলবে ভর্তি প্রক্রিয়া।সুপ্রতিষ্ঠিত বিশিষ্ট শিল্পীরা নাচ, গান, অভিনয়, মডেলিং শেখাবেন।

যশ সোনি জানান, উত্তরবঙ্গে বিনোদন জগত নিয়ে বেশকিছু অসুবিধা রয়েছে যে কারণে বাইরে থেকে কলাকুশলীদের নিয়ে এসে অনুষ্ঠান করা হয়।এসএমএডিএ  উত্তরবঙ্গে এমনভাবে শিল্পী তৈরি করবে যাতে উত্তরবঙ্গ থেকেই সঠিক শিল্পী তৈরি হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *