শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ির সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন সুকান্ত মজুমদারকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। দিলীপ ঘোষকে সংবর্ধনা তুলে দেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ।
এদিনের সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি কর্পোরেশনের ভোট নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার, তিনি বলেন শিলিগুড়ির সমস্ত এলাকা, সমস্ত বিধায়ক বিজেপির হাতে। শিলিগুড়ি কর্পোরেশনের সমস্ত জনতা বিজেপির সাথে রয়েছে। আমরা আশাবাদী শিলিগুড়ি কর্পোরেশনে যদি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট হয় তাহলে বিজেপি কর্পোরেশন দখল করবে।
পাশাপাশি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার মাটিতে পা রাখলে কোনো ভূমিকম্প আসবে না। আগের বছরও তৃণমূল গোয়ায় নির্বাচনে লড়াই করেছে। যাদের নিয়ে নির্বাচনে লড়াই করেছে তাদের এখন খুঁজে পাওয়া যাবেনা। গোয়ার কংগ্রেসের আজ কোনো অস্তিত্ব নেই, কিছু নেতার কোনরকম ভবিষ্যত নেই, তারা অভিভাবকহীন। তাই তারা যেখানে আশ্রয় পাচ্ছেন সেখানে যাচ্ছেন।