শিলিগুড়ি, ১৫ মেঃ আগামী ১৭ মে শেষ হচ্ছে শিলিগুড়ি পুরনিগমের বাম বোর্ডের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় শিলিগুড়ি পুরনিগমে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রশাসক মণ্ডলী বসানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছে অশোক ভট্টাচার্যকে। এছাড়াও সদস্যদের মধ্যে বর্তমান মেয়র পারিষদদের(বাম কাউন্সিলর) পাশাপাশি তৃণমূলের ৫ জন কাউন্সিলরকেও রাখা হয়েছে। আর তা নিয়েই ক্ষোভপ্রকাশ মেয়র অশোক ভট্টাচার্যের। কলকাতা সহ বিভিন্ন পুরসভাগুলিতে প্রশাসক মণ্ডলীতে বিরোধী দলের কাউকে রাখা হয়নি। সেখানে শিলিগুড়ি পুরনিগমে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত? তা নিয়েই প্রশ্ন তুলেছেন অশোক ভট্টাচার্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক বলেই অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি বলেন, তৃণমূল প্রথম দিন থেকে উন্নয়নে বাধা দিয়ে এসেছে। তাই এই সিদ্ধান্ত বদল করতে হবে রাজ্য সরকারকে।
অন্যদিকে পুরনিগমের বিরোধী দলনেতা তথা জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, রাজ্য সরকার যেভাবে নাগরিক পরিষেবা দেওয়ার কথা বলেছে সেভাবেই হবে। সকলকে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে। এখানে আলাদা ভাগাভাগির কোনো বিষয় নেই।