শিলিগুড়ি,১৫ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের হাতে দুটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিল CII(সিআইআই) ।
বর্তমানে করোনা যুদ্ধে প্রয়োজনীয় জিনিস অক্সিজেন।প্রথম দিকে অক্সিজেনের যোগান কম থাকলেও বর্তমানে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে অক্সিজেনের যোগান স্বাভাবিক রয়েছে।তারপরেও করোনা আক্রান্ত রোগীদের যাতে অক্সিজেন পেতে কোনোরকম অসুবিধা না হয় সেজন্য বৃহস্পতিবার CII এর পক্ষ থেকে সঞ্জয় টিব্রুয়াল পুরনিগমের প্রশাসক গৌতম দেবের হাতে দুটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন।
গৌতম দেব জানান, এই দুটি অক্সিজেন কনসেনট্রেটর একসঙ্গে চারজন রোগীর চিকিৎসায় ব্যবহার করা যাবে।