শিলিগুড়ি,২৭ মেঃ শুক্রবার পুরনিগমে মে মাসের মাসিক অধিবেশন অনুষ্ঠিত হল।সেখানে শিলিগুড়ির বিধান রোডে বিতর্কিত নির্মীয়মাণ বহুতল নিয়ে ফের সরব হলেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।বিগত বোর্ড মিটিং-এও এই একই বিষয় নিয়ে সরব হয়েছিলেন তিনি।
রঞ্জন শীল শর্মা বলেন, গতমাসের অধিবেশনেও বলা হয়েছিল যে বহুতলের নির্মাণ কাজ বন্ধ থাকবে।কিন্তু এখনও কাজ করে চলেছে ওই বহুতল কর্তৃপক্ষ।কেন পুরনিগম এই নির্মীয়মাণ বহুতলের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা গ্রহণ করছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।অধিবেশনে বিরোধীরাও রঞ্জন শীল শর্মার এই দাবিকে সমর্থন করেন।
অন্যদিকে কাউন্সিলরের প্রশ্নের উত্তরে মেয়র গৌতম দেব জানান, সমস্ত কিছু নিয়ম মেনে করা হচ্ছে।ওই বহুতলটি নিয়ে রীতিমতো তদন্ত শুরু হয়েছে।সমস্ত বিষয় স্বচ্ছতার সঙ্গে পুরনিগমের আগামী মাসিক অধিবেশনে তুলে ধরা হবে।