শিলিগুড়ি,১০ জুনঃ শিলিগুড়ি বিধান মার্কেটকে স্বচ্ছ ও সুন্দর রাখতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম।
শুক্রবার বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একটি বৈঠক করেন মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ মানিক দে সহ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য ও কর্মকর্তারা।
বৈঠকে বিধান মার্কেটকে কিভাবে দূষণমুক্ত এবং পরিষ্কার রাখা যায় তা নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি এদিন পুরনিগমের তরফে ব্যবসায়ীরা যাতে যত্রতত্র জঞ্জাল এবং আবর্জনা না ফেলে সেজন্য দোকানগুলিতে একটি করে জঞ্জাল ফেলার পাত্র বিতরণ করা হয়।

