শিলিগুড়ি,২৬ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে পালিত হল মাদার টেরিসার ১১২ তম জন্মজয়ন্তী।
শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমে মাদার টেরিসার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী,পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা।এছাড়াও এদিন মাদার টেরিসার জীবনী নিয়ে আলোচনা করা হয়।