শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির বিভিন্ন বাজার ও দোকানে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের যথেচ্ছ ব্যবহার। অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিধান মার্কেটে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুরনিগম। এদিন বহু সবজি ও ফল দোকানে প্রচুর প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া যায়।ব্যবসায়ায়ীদের সতর্ক করা হয় কেউ যাতে এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করেন।
প্রসঙ্গত, শিলিগুড়িতে বহুদিন আগেই এই প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়েছে। কিন্তু মাঝে পুরনিগমের তরফে অভিযান বন্ধ ছিল। আর সেকারণেই বিভিন্ন বাজারে ফের যথেচ্ছভাবে ব্যবহার শুরু হয়ে গিয়েছে। লাগাতার পুরনিগমের তরফে এই অভিযান চলবে। যদিও বহুবার দাবি উঠেছে এই প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরির কারখানাগুলিকে বন্ধ করা হোক।