শিলিগুড়ি,২৮ জানুয়ারিঃ মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে আয়োজিত হল এবছরের প্রথম মাসিক অধিবেশন।এদিনের মাসিক অধিবেশনে এনআরসি, সিএএ ও এনপিআর এর বিরোধিতায় প্রস্তাব আনে বিরোধী দল তৃণমূল কংগ্রেস।সেই প্রস্তাবকে সমর্থন জানিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত জানান পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য।
অন্যদিকে এনআরসি, সিএএ ও এনপিআর এর সমর্থন জানিয়ে বোর্ডসভা ত্যাগ করেন বিজেপি কাউন্সিলর খুশবু মিত্তল।
তবে এই সভার আলোচনার শেষ মুহূর্তে কাজের বৈষম্যের অভিযোগ এনে সভা কক্ষ বয়কট করেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরেরা।তারা অভিযোগ করেন, রাজ্য সরকারের বরাদ্দ অর্থে শিলিগুড়ি পুরনিগম বেছে বেছে তাদের নিজেদের ওয়ার্ড গুলোর উপরে উন্নয়নে জোর দিচ্ছে।উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে তৃনমুলের ওয়ার্ডগুলি।