শিলিগুড়ি,৭ সেপ্টেম্বরঃ পুরনিগমে ব্যবহৃত গাড়িগুলিতে বসানো হল জিপিএস।৮০টি গাড়িতে জিপিএস বসানো হয়েছে বলে জানা গিয়েছে।
বাম আমল থেকেই পুরনিগমে ব্যবহৃত গাড়িগুলির তেল নিয়ে কারচুপির অভিযোগ উঠে আসছিল।এর সমাধান নিয়ে নানান উদ্যোগের কথা বলা হলেও বাস্তবায়িত কিছু হয়নি।তবে এবারে আর এরকম কারচুপি বরদাস্ত করা হবে না বলেই জানালেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
তিনি বলেন, পুরনিগমে ব্যবহৃত গাড়িগুলির কারচুপি কমাতে এই জিপিএস সিস্টেম বসানো হল।৮০টি গাড়িতে জিপিএস বসানো হয়েছে।পুরনিগমের গাড়িগুলি কোথায় কি কাজ করছে তা এবার থেকে ঘরে বসেই জানতে পারবে পুরনিগম।এতে কমানো যাবে পুরনিগমের খরচও।