শিলিগুড়ি,২৪ জানুয়ারিঃ ‘শিলিগুড়ি পুরনিগম ভোটে তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে মহাজোটের পরিকল্পনা রয়েছে বামফ্রন্টের’।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
পুরনিগম ও মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে সাংগঠনিক আলোচনা ও সভার মধ্য দিয়ে নির্বাচনে লড়াই ও ক্ষমতা দখলের জন্য ঘর গোছাতে শুরু করেছে জেলা বামফ্রন্ট।বিগত সময়ে এই নির্বাচনগুলিতে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস থাকলেও এবার বিজেপি ফ্যাক্টর কাজ করছে।সেই কারনে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আটকাতে বামপন্থী সংগঠন, কংগ্রেস ও অন্যান্য দলগুলির কাছে একত্রিত ভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র।তিনি আশাবাদী, তাদের এই যৌথ লড়াই শিলিগুড়ি পুরনিগমে ফের ক্ষমতায় আনবে বামফ্রন্টকে।